ব্রাজিল সফরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হ্যারমেন বেঞ্জামিনের আমন্ত্রণে এখন ব্রাজিলে অবস্থান করছেন।

তিনি ‘পারস্পরিক বিচারিক স্বার্থের বিষয়, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার, পরিবেশগত ন্যায়বিচার, বিচারিক স্বাধীনতা এবং বিচার প্রশাসনে প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত মতবিনিময়’ শীর্ষক এক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য  ব্রাজিলে রয়েছেন। 
 
আজ শনিবার সুুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরে প্রধান বিচারপতি ব্রাজিলের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রধান বিচারপতি উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। 

প্রধান বিচারপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশ বিচার ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সুুপ্রিম কোর্টের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
শুক্রবার প্রধান বিচারপতি ব্রাজিলে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি সাও পাওলোতে অবস্থিত প্যালেস দ্য জাস্টিসিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সেখানে কোর্ট অব জাস্টিস অব সাও পাওলো’র প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়ার সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফৌজদারি বিচার ব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস ব্যবহার বৃদ্ধি এবং তার কার্যকর প্রয়োগের সম্ভাবনার বিষয়েও তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এর পাশাপাশি ওই বৈঠকে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিসহ স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় দেশের বিচার ব্যবস্থার মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়া প্রধান বিচারপতি কোর্ট অব জাস্টিস অব সাও পাওলোর ডাটা সেন্টার, ডিজিটাল আর্কাইভিং ম্যানেজমেন্টসহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্ববৃহৎ ফৌজদারী আদালত তথা সাও পাওলো ক্রিমিনাল কোর্ট আদালত পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে প্রধান বিচারপতি ওই আদালতে রেস্টোরেটিভ জাস্টিসের প্রায়োগিক দিক ও এর সুফল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন। 

প্রধান বিচারপতি আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।   
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০