যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের পর গাজা সিটিতে ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন করে হামলা এবং হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্যকে সমর্থন করার পর, মঙ্গলবার ইসরাইল গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সোমবার জেরুজালেম সফরে রুবিও নেতানিয়াহুকে বলেন, বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযানের জন্য ইসরাইল ‘আমাদের অটল সমর্থনের ওপর’ নির্ভর করতে পারে।

কয়েক ঘন্টা পরে, প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, ‘গাজা সিটিতে, অবিরাম ভারী বোমাবর্ষণ’ চলছে। এতে করে কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

২৫ বছর বয়সী বাসিন্দা আহমেদ গাজাল বলেন, ‘আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে মার্কিন অংশীদার কাতারে হামাস নেতাদের ওপর বিমান হামলা চালানোর জন্য ইসরাইলকে তিরস্কার করার পর রুবিও জেরুজালেমে সফর করেছেন।

রুবিও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনাকে ম্লান দৃষ্টিতে দেখেন এবং হামাসকে ‘বর্বর প্রাণী’ বলে অভিহিত করেন। 

৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন আক্রমণ গাজা যুদ্ধের সূত্রপাত করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন, যেখানে এই অঞ্চলের বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটি অবস্থিত এবং দেশটি ট্রাম্পের প্রতি আন্তরিকভাবে সমর্থন দিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: ফখরুল
বিএমইউতে ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : উপাচার্য
সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা
৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত 
ফুটবলে সাফল্যের জন্য অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন : জাফর
বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরাল পাকিস্তান
ফেনীতে ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকা ঋণ প্রদান
সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব : ফারুক-ই-আজম 
হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন
১০