
নাটোর, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ২৬ নভেম্বর থেকে প্রথমবারের মত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা ও প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হবে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে। ২৭ নভেম্বর সকল উপজেলা পর্যায়ে গবাদিপশু ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি পালন করা হবে।
২৯ নভেম্বর কৃত্রিম প্রজনন সেবা ও বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প আয়োজন করা হবে। ৩০ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা এবং চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে।
এছাড়া ১ ডিসেম্বর ‘প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্ত এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর সমাপনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকল উপজেলায় একই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উৎসবমুখর পরিবেশে আয়োজনে সকল পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।