সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:১০
গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৪ নভেম্বও ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি‘র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের। 

র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবির জেলা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী এম. এম. এ আবু জায়েদ বিন গফুর।

সংগঠনের সংগঠনের যুগ্ম- সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম সরোয়ার, সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, জেলায় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী,  ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এর সভাপতি আনিছুর রহমান পলাশ প্রমুখ। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘ভূমি’ আ্যাপ উদ্বোধন করলেন ভূমি উপদেষ্টা
নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা 
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য উপদেষ্টা
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত
ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
নেত্রকোণায় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভুমি ও জীববৈচিত্র উন্নয়নে ৪৪ কোটি টাকা বরাদ্দ 
বগুড়ায় অর্থ সহায়তা দিল আমরা বিএনপি পরিবার
কচুর লতি আর পেঁপে চাষে ভাগ্য বদলেছেন বরিশালের কৃষি উদ্যোক্তা বিকাশ 
রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা অনুদান প্রদান  
১০