চাঁপাইনবাবগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আইপি (ইমপোর্ট পারমিট) উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারকেরা। একই সঙ্গে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আদালতের মাধ্যমে পেঁয়াজ আমদানিতে ইমপোর্ট পারমিট বা আইপি দেয়া বাতিল করে উন্মুক্ত আইপি দেয়ার দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে আমদানিকারকেরা দাবি করেন, সোনামসজিদ স্থলবন্দর প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর চলতি অর্থবছরের ১৪ আগস্ট থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।
কিন্তু সম্প্রতি আদালতের মাধ্যমে রিট করে পেঁয়াজ আমদানির আইপি দেয়া হয়েছে। এতে মাত্র কয়েকজনের হাতে জিম্মি হয়ে পড়বে পেঁয়াজ আমদানি কার্যক্রম। এমনকি এর প্রভাব পড়বে পেঁয়াজের বাজারে।
আজ মঙ্গলবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে আমদানিকারকেরা বলেন, আদালতের মাধ্যমে কয়েকজনকে আইপি দিলে সরকারের আমদানির উদ্দেশ্য সফল হবে না। উল্টোদিকে, আইপি উন্মুক্ত করলে সকল আমদানিকারকেরা পেঁয়াজ নিয়ে আসতে পারবে এবং বাজারে ৩০-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ সরবরাহ করা সম্ভব হবে।
প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. একরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দীন ইতিসহ আমদানি-রপ্তানি গ্রুপের নেতৃবৃন্দ।