খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫
প্রতীকী ছবি

খুলনা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খুলনায় ইজিবাইকের ধাক্কায় মো. মুনতাজিন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেলে ওই শিশুটিকে লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইসগেট এলাকায় একটি ইজিবাইক ধাক্কা দেয়। পরে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইকচালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

শিশু মুনতাজিন দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল ৪টার দিকে ওই শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় সে মারা যায়।

তিনি বলেন, এর আগে জনতা ইজিবাইকচালক আসাদুল ইসলামকে মারধর করে। পরে ইজিবাইকসহ তাকে থানায় সোপর্দ করে। চালক আসাদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
১০