
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : নেদারল্যান্ডসের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্যপন্থী দল ডি৬৬ জয়লাভ করতে চলেছে বলে শুক্রবার স্থানীয় সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে।
এএনপির ভোট গণনার তথ্য অনুযায়ী, কট্টর ডানপন্থী নেতা গির্ট উইল্ডার্স ভোটের ব্যবধান কমাতে পারেননি।
দ্য হেগ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ নেদারল্যান্ডসের সবচেয়ে তরুণ নেতা হতে চলেছেন ডি৬৬ নেতা রব জেটেন। তবে জোট গঠনের দীর্ঘ আলোচনাও সামনে রয়েছে।
এএনপির পূর্বাভাস সরকারি সম্প্রচার সংস্থা এনওএস সহ একাধিক ডাচ সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে উদ্ধৃত করেছে।
এখনো একটি আসন ও বিদেশ থেকে ডাকযোগে পাঠানো ভোট গণনা বাকি রয়েছে। জেটেন ১৫ হাজার ১৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।
রাজধানী হেগ-এ ইতোমধ্যে ডাকযোগে পাঠানো ভোট গণনা শুরু হয়েছে। তবে ফলাফল সোমবার সন্ধ্যার আগে ঘোষণা করা হবে না।
প্রবাসীরা ঐতিহাসিকভাবে মধ্যপন্থী ও বামপন্থী দলগুলোর পক্ষে ভোট দিয়ে থাকেন। সর্বশেষ ২০২৩ সালের নির্বাচনে ডি৬৬ ডাকযোগে পিভিভি’র চেয়ে প্রায় ৩ হাজার ভোট বেশি পেয়েছিল।
মঙ্গলবার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা পার্লামেন্টে একত্রিত হবেন একজন ‘স্কাউট’ নির্বাচনের জন্য, যিনি দলগুলোর সঙ্গে আলোচনা করে দেখবেন কে কার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
যে দলের সবচেয়ে বেশি ভোট থাকবে, তার নেতা স্কাউট নির্বাচন করবেন এবং ওই স্কাউট দীর্ঘমেয়াদি জোট গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন, যা কয়েক মাস স্থায়ী হবে। ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডিক স্কোফ দায়িত্বে থাকবেন।
শুক্রবার সকালে স্কোফ বলেন, ‘আমি আশা করি আগামী বড়দিনেও আমি প্রধানমন্ত্রী থাকব।’