নাটোর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নাটোরের ঐতিহ্যবাহী জয়কালী মন্দিরসহ শহরের মন্দির ও পূজামণ্ডপগুলোতে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে জেলা পুলিশ।
বুধবার রাতে এই পর্যবেক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার প্রত্যেক মণ্ডপে শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভব হলে সিসিটিভি স্থাপনের পরামর্শ প্রদান করেন।
নাটোর থানার ওসি মাহবুর রহমান, জয়কালী মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, পূজা আয়োজন কমিটির সভাপতি রবীন্দ্র নাথ কুণ্ডু, কাশিমপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ টিপু এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর নাটোর জেলায় ৩৬৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।