দিনাজপুর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
আজ দুপুরে দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ ভোররাতে সদর উপজেলার সীমান্তবর্তী খানপুর গ্রামের মাহবুবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে র্যাবের অভিযান টের পেয়ে বাড়ির মালিক মাহাবুবর রহমান পালিয়ে যায়।
সূত্রটি জানায়, পলাতক মাহাবুবর রহমানকে গ্রেপ্তার করতে র্যাব সদস্যদের অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সদর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সদস্যদের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মাহবুবুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।