যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬
ছবি : বাসস

যশোর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যশোরে স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার মুড়লি মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার ডিআইডি প্লট এলাকার সাইজউদ্দিনের ছেলে।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি টহল টিম যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সেখানে ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার কোমর থেকে উদ্ধার করা হয় পাঁচটি স্বর্ণের বার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছিলেন তিনি।

বিজিবি অধিনায়ক জানান, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। আটক আবু বকর সিদ্দিককে থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০