চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণের অভিযান, ২ দোকানিকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১

চুয়াডাঙ্গা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার আলুকদিয়া বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। 

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ও আলুকদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার (নিচের বাজার) ও আলুকদিয়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারি পণ্য তদারকি করা হয়।

বড় বাজার (নিচের বাজার) এলাকার মাছ, মাংস ব্যবসায়ীদের পরিছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ ও সঠিক ওজনে মাছ-মাংস ক্রয়-বিক্রয় ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া আলুকদিয়া এলাকায় তদারকির সময় অপরিছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মো. সাহিনুর ইসলাম এর বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মো. রুহুল আমিন এর প্রতিষ্ঠান মেসার্স আমেনা পল্লী এন্ড ইত্যাদি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানীকে সর্বমোট ১৫ হাজার-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট বেকারিকে ত্রুটি সমূহ সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।সহযোগিতায় ছিলেন, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০