দুর্নীতি প্রতিরোধে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী নানা প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭
বৃহস্পতিবার সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়েছে। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়েছে। 

আজ সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা স্বাধীন দেশে সুখী সমৃদ্ধশীল দেশ চেয়েছিলাম। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে আমরা দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি আমাদের দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআই ওয়ান মো. হাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস প্রমুখ।

এ সময় বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এবং মডারেটর এর দায়িত্ব পালন করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে বলে। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ
শহীদ জেহাদ গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারের বুলেট বুকে নিয়েছিলেন : বিএনপি মহাসচিব
সিডনিতে অস্ট্রেলিয়ার সাবেক ইউএফসি যোদ্ধাকে গুলি করে হত্যা
বাংলাদেশ বিনিয়োগের সম্ভাবনাময় একটি দেশ: আমীর খসরু 
গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম পর্যায়ে’ ইসরাইল এবং হামাস একমত
নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: সাংবাদিকদের নিয়ে কর্মশালা
টাঙ্গাইলে নকল কসমেটিকস রাখায় একটি শপিংমলকে জরিমানা 
হবিগঞ্জে টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ
চাঁদপুরের ৮ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে 
১০