নওগাঁ, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁর রাণীনগরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘পিপিআর রোগনির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’র আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগনির্মূল করণে ২য় ডোজ টিকা প্রয়োগের সময় বাদ যাওয়া ছাগল ও ভেড়াকে (৩ মাসের কম বয়সী ছাগল ও ভেড়া অথবা গর্ভবতী ছাগল ও ভেড়া) এ টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. চন্দনা সারমিন রুমকী, ভেটেরিনারি সার্জন ডা. মিশকাতুল জাবির প্রমুখ।
প্রাণিসম্পদ কর্মকর্তা রফি ফয়সাল তালুকদার জানান, পিপিআর ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। দেশের দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারণে এই রোগে আক্রান্ত হলে তারা চরম ক্ষতিগ্রস্ত হন। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এই রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। সেই আলোকে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে এই টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।