নওগাঁয় গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান 

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১
আজ বৃহস্পতিবার নওগাঁয় গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান। ছবি : বাসস

নওগাঁ, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁর রাণীনগরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘পিপিআর রোগনির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’র আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগনির্মূল করণে ২য় ডোজ টিকা প্রয়োগের সময় বাদ যাওয়া ছাগল ও ভেড়াকে (৩ মাসের কম বয়সী ছাগল ও ভেড়া অথবা গর্ভবতী ছাগল ও ভেড়া) এ টিকা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. চন্দনা সারমিন রুমকী, ভেটেরিনারি সার্জন ডা. মিশকাতুল জাবির প্রমুখ। 

প্রাণিসম্পদ কর্মকর্তা রফি ফয়সাল তালুকদার জানান, পিপিআর ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। দেশের দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারণে এই রোগে আক্রান্ত হলে তারা চরম ক্ষতিগ্রস্ত হন। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এই রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। সেই আলোকে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে এই টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০