মুন্সীগঞ্জ, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার ৩৪৫ পূজামণ্ডপের জন্য ১৭২.৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব চাল বরাদ্দ দেওয়া হয়।
জেলা ত্রাণ ও পুনবার্সন অফিস সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজায় ভক্তদের আহার্য বাবদ ৬ উপজেলার ৩৪৫ মণ্ডপে ১৭২.৫০ টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৪৪ টি পূজা মণ্ডপে ২২ টন, গজারিয়ার ১০ মণ্ডপে ৫ টন, টংগিবাড়ীতে ৫২ মণ্ডপে ২৬ টন, লৌহজংয়ে ৩৪টি মণ্ডপে ১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া সিরাজদিখানে ১২১ মণ্ডপে ৬০.৫ টন এবং শ্রীনগরে ৮৪টি মণ্ডপে ৪২ টন চাল বরাদ্ধ দেওয়া হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান জানান, প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫ টন করে চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেলে বরাদ্দও বাড়বে।