রাবিপ্রবি’তে শিক্ষকদের ‘ ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১
রাবিপ্রবি’তে শিক্ষকদের ‘ ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ । ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের জন্য ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। 

কর্মশালায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা।

এতে প্রশিক্ষক ছিলেন, এসপায়ার টু ইনোভেট (ধ২র) এর জুনিয়র কনসালটেন্ট মো. সাব্বির আহমেদ। তিনি ‘ডি-নথি’ সিস্টেমে আইডি খোলা থেকে নথি নম্বর প্রদান, উপস্থাপন ও অনুমোদনসহ দাপ্তরিক কাজে এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

প্রশিক্ষণে রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষকবৃন্দকে শক্তভাবে মূল্যবোধ, নিয়ম ও শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে আমাদেরকে চারটি ভবন (প্রশাসনিক, একাডেমিক, ছাত্র ও ছাত্রী হল) হস্তান্তর করা হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি শিক্ষকবৃন্দকে এই প্রশিক্ষণ থেকে সফট স্কিল- উপস্থাপনা দক্ষতা, ব্যবস্থাপনাগত দক্ষতা, নেতৃত্বের দক্ষতা রপ্ত করে একাডেমিক লিডার হওয়ার আহবান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০