ফরিদপুর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসপি মো. আব্দুল জলিল।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এবার ফরিদপুরে ৭৫৭ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে বিষয়ে জেলা পুলিশ কঠোর দায়িত্ব পালন করবে। দুর্গাপূজায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একাধিক টিম কাজ করবে।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেকে মাদকের সঙ্গে লিপ্ত হন। তাই পূজার সময় ৭ দিন মদের দোকান বন্ধ থাকবে। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) আসিফ ইকবাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ সব উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সেক্রেটারিগন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।