মাগুরায় গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকের হেলপার নিহত     

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

মাগুরা, ১৮ সেপ্টেম্বর ২০২৫(বাসস): জেলার রামনগর হাইওয়ে সড়কের সামনে গাছের সাথে ধাক্কা খেয়ে মনু মিয়া (২৫) নামের ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। নিহত মনু মিয়া মাগুরার শালিখা উপজেলার ছানড়া গ্রামের আব্দুল জলিল কাজীর পুত্র। 

আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকা খুলনা মহাসড়কের রামনগর হাইওয়ে থানার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্লাইউড বোর্ড বোঝাই ট্রাকটি শালিখার শতখালী এলাকা থেকে আজ ভোররাতে ছেড়ে আসে। রামনগর হাইওয়ে থানার সামনে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে হেলপার নিহত হন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

পুলিশ জানায়, গভীর রাতে ঘুম চোখে শালিখা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রামনগর হাইওয়ে থানার সামনে সড়কে থাকা একটি গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর কবির জানান, ভোররাতে হাইওয়ে অফিসের সড়কের সামনে থাকা একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হন। এই ঘটনায় নিহতের মরদেহটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। এ ঘটনায় চালক পালিয়ে গেছে । প্লাইউড বোর্ড সমেত ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০