শেরপুর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): টানা কয়েক দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পানির তীব্র স্রোতে নদী তীরবর্তী অন্তত দশটি ঘর ভেঙে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ও উপজেলা সদর বাজারে পানি প্রবেশ শুরু করে। এ সময় উপজেলার খৈলকুড়া বাজারে পানির তীব্র স্রোতে অন্তত ১০টি কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে।
কৃষি বিভাগ জানিয়েছে, পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার ১১৩ হেক্টর রোপা আমন আবাদ পানির নিচে নিমজ্জিত হয়েছে। যদি পানি বাড়তে থাকে তাহলে আরও বেশি আবাদ পানিতে ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, ইতোমধ্যে প্লাবিত এলাকা আমরা পরিদর্শন করেছি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত আছে। এছাড়া পানিবন্দি আটকে পড়াদের উদ্ধারে রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।