শেরপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬
শেরপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। ছবি : বাসস

শেরপুর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): টানা কয়েক দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পানির তীব্র স্রোতে নদী তীরবর্তী অন্তত দশটি ঘর ভেঙে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ও উপজেলা সদর বাজারে পানি প্রবেশ শুরু করে। এ সময় উপজেলার খৈলকুড়া বাজারে পানির তীব্র স্রোতে অন্তত ১০টি কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে।

কৃষি বিভাগ জানিয়েছে, পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার ১১৩ হেক্টর রোপা আমন আবাদ পানির নিচে নিমজ্জিত হয়েছে। যদি পানি বাড়তে থাকে তাহলে আরও বেশি আবাদ পানিতে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, ইতোমধ্যে প্লাবিত এলাকা আমরা পরিদর্শন করেছি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত আছে। এছাড়া পানিবন্দি আটকে পড়াদের উদ্ধারে রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০