নওগাঁ, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁয় সুধীজনদের নিয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, ১৪ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, ১৬ বিজিবির কর্নেল আরিফুল ইসলাম মাসুম, সেনাবাহিনীর মেজর মো. কাওছার, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আখতার রানা ও আব্দুর রউফ পাভেল, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় বক্তারা সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ দেন ও সিদ্ধান্ত গ্রহণ করেন।