জুলাই বিপ্লব পরবর্তী সময়ে র‌্যাব প্রশংসা অর্জন করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৬
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়াটার্সে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: বাসস

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে র‌্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলেও জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে র‌্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রশংসা অর্জন করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়াটার্সে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, র‌্যাবকে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে র‌্যাবের উল্লেখযোগ্য সাফল্য হলো মাদক ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখা। 

তিনি বলেন, আমরা মাদকের বাহকদের ধরছি কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই মাদকের গডফাদারদের আটকে র‌্যাবকে ভূমিকা রাখতে হবে। তাছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও বেশ কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারেও র‌্যাবকে প্রধান ভূমিকা রাখতে হবে। 

গত বছর দুর্গাপূজায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় র‌্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। তাই এবার আরও সচেষ্ট ও আন্তরিকতার সঙ্গে র‌্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। এখন থেকেই পূজামণ্ডপগুলোতে টহল ও নজরদারি বাড়াতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই এখন থেকেই র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। 

পরে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। গতবারের চেয়েও উৎসবমুখর পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। 

তিনি আরও বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুর্গাপূজায় পাঁচ দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। তাছাড়া প্রতিটি পূজামণ্ডপে মণ্ডপের পক্ষ থেকে সাতজন লোক দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ র‌্যাবের সকল ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন : দ্রুত চালুর দাবি
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান
তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু
বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬ টি বাসের ব্যবস্থা
বহুমুখী পরিবহন পরিকল্পনা গ্রহণ করছে সরকার
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
১০