
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান গতকাল রোববার বলেছেন যে একদল মধ্যস্থতাকারীর পক্ষ থেকে মার্কিন দূত মাসাদ বুলোসের পাঠানো সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবটি ‘সবচেয়ে খারাপ’ এবং তার সরকারের কাছে এটি অগ্রহণযোগ্য।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বক্তব্যে তিনি বলেন, কোয়াড—যার মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতও রয়েছে—পক্ষপাতমূলক, যতক্ষণ না আবুধাবি সদস্য হিসেবে রয়েছে।
তিনি, সংযুক্ত আরব আমিরাতকে সুদানের আধা-সামরিক বাহিনীকে সমর্থন করার অভিযোগ করেছে। সংযুক্ত আরব আমিরাত এ অভিযোগ অস্বীকার করেছে।
সেনাপ্রধান বলেন, সংযুক্ত আরব আমিরাত সদস্য হওয়ায়, ‘কোয়াড ‘দায়িত্ব থেকে নির্দোষ নয়, বিশেষ করে যেহেতু সমগ্র বিশ্ব সুদানী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহীদের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থন প্রত্যক্ষ করেছে।’
২০২৩ সালের এপ্রিলে বুরহানের বাহিনী এবং তার প্রাক্তন মিত্র মোহাম্মদ হামদান দাগালোর আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, মধ্যস্থতার প্রচেষ্টা যুদ্ধবিরতি আনতে ব্যর্থ হয়েছে। উভয় পক্ষই সামরিক বিজয়ের জন্য লড়াই করছে।
আরএসএফ বলেছে যে তারা যুদ্ধবিরতিতে রাজি ।
সেনাপ্রধান বলেন, ‘যদি মধ্যস্থতা এইভাবে চলতে থাকে তাহলে আমরা এটিকে পক্ষপাতদুষ্ট বলে মনে করি। তিনি বলেন, বিশেষ করে মাসাদ বুলোস যিনি আমাদের হুমকি দিচ্ছেন এবং এমনভাবে কথা বলছেন যেন তিনি আমাদের ওপর কিছু চাপিয়ে দিতে চান। আমরা আশঙ্কা করছি বুলুস সুদানের মানুষের চাওয়া শান্তির পথে বাধা হতে পারেন।