পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৪১

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : পেশোয়ার নগরীর সীমান্ত বাহিনীর সদর দফতরে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন পাকিস্তানি আধাসামরিক সদস্য নিহত হয়েছেন। পুলিশ এএফপিকে এ তথ্য জানায়।

পেশোয়ার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সাইদ বলেন, ‘গেটে মোতায়েন তিনজন এফসি (ফেডারেল কনস্টাবুলারি) সদস্য শহীদ ও আরও চারজন আহত হয়েছেন। তিনি আরো বলেন, একজন হামলাকারী বিস্ফোরণ ঘটায় ও অন্য দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে নগরীর ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি সদর রোডে অবস্থিত প্রাঙ্গণে ভিড়ের সময় এই হামলা চালানো হয়।

এএফপি প্রতিবেদক প্রধান ফটকের বাইরে একজন সন্দেহভাজন বোমা হামলাকারীর  ক্ষতবিক্ষত দেহের খন্ডাংশ পড়ে থাকতে দেখেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান জুলফিকার হামিদ এএফপিকে বলেন, ‘হামলা শেষ হয়েছে, কোনো অবিস্ফোরিত বোমা আছে কিনা তা নির্ধারণের জন্য একটি পরিষ্কার অভিযান চলছে।’

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী ও দীর্ঘদিন ধরে জঙ্গি সহিংসতার একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যা ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে তীব্র আকার ধারণ করেছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আরো বেশি প্রাণহানি এড়াতে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন।

শরিফ বলেন, এই ঘটনার অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত।

‘পাকিস্তানের অখণ্ডতার ওপর হামলাকারি সন্ত্রাসীদের দুষ্ট পরিকল্পনা আমরা ব্যর্থ করে দেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের
প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান
দিনাজপুরে পিঠা উৎসবের সমপনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় 
১০