ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে ‘আলোচনা’ উল্লেখযোগ্য পদক্ষেপ: যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:২২

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) :  হোয়াইট হাউস রোববার বলেছে যে ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং যেকোনো সম্ভাব্য চুক্তি যুদ্ধবিধ্বস্ত দেশটির সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে সমুন্নত রাখবে। 

মার্কিন-ইউক্রেন যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রস্তাবের ভিত্তিতে শুরু হওয়া আলোচনার ফলস্বরূপ, আলোচকরা ‘একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ খসড়া তৈরি করেছেন।  

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল রোববার জেনেভায় ইউক্রেনীয় এবং ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করে সংঘাতের অবসানের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা করে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের মাধ্যমে শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে তার বিতর্কিত পরিকল্পনা অনুমোদনের জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।

কিন্তু ইউক্রেন খসড়া শান্তি প্রস্তাবের পরিবর্তন চেয়েছে। কারণ, এতে রাশিয়ার বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে।  এই ২৮-দফা বিশিষ্ট পরিকল্পনাটিতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে, সেনাবাহিনী কমাতে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। 

বিবৃতিতে একটি নতুন খসড়া ঘোষণার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরিবর্তনগুলো আসলেই করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনাগুলো ছিল গঠনমূলক, লক্ষ্যভিত্তিক এবং শ্রদ্ধাপূর্ণ, যা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনে সকল পক্ষের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরা হয়েছে।’

এতে বলা হয়েছে, তারা নিশ্চিত করেছে যে, ভবিষ্যতের যেকোনো চুক্তিকে অবশ্যই ইউক্রেনের সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে এবং একটি টেকসই ও ন্যায়সঙ্গত শান্তি নিশ্চিত করতে হবে। এতে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতির’ কথা উল্লেখ করা হয়েছে।

উভয় পক্ষ ‘আগামী দিনগুলোতে’ যৌথ প্রস্তাবনাগুলোতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার দল ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করার ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের অপরাধ দমন ও মানচিত্র আধুনিকায়ন বিষয়ে কর্মশালা
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের
প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান
১০