হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৪:০৮
হারিয়ে যাওয়া শিশু সায়ন। ছবি: বাসস

রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : হারিয়ে যাওয়া শিশু সায়নকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা। গতকাল রোববার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, রোববার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ। শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে পার ছিল না। পরে তার স্কুল ব্যাগের খাতায় লেখা নাম দেখে জানা যায় শিশুটির নাম সায়ন।

উদ্ধারের পর শিশুটিকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়। পরবর্তীতে শিশুটির পরিচয় জানতে আরএমপির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তা দেখে শিশুটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

তিনি আরও বলেন, তথ্য যাচাই-বাছাই শেষে, আজই (রোববার) শিশুটিকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী। 

নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার অত্যন্ত আনন্দিত। শিশুটিকে উদ্ধার ও নিরাপদে ফেরত দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার 
মালয়েশিয়ায় ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা 
উত্তরাঞ্চলে ছুটে আসছে পরিযায়ী হিমালয়ান গৃধিনী পাখি
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
সুন্দরবনের অপরাধ দমন ও মানচিত্র আধুনিকায়ন বিষয়ে কর্মশালা
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
১০