প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৫১
সোমবার বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। 

তিনি আরও বলেন, দেশের অপার সম্ভাবনা বাস্তবায়ন, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ (সোমবার) বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌপ্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের অনন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের প্রতিও সম্মান জানান।

এ সময় তিনি বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি নৌসদস্যকে প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক নৌবাহিনীর উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। 

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, শুধু সামরিক দায়িত্ব নয়, সংকটময় সময়ে জনগণের জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

২২ সপ্তাহব্যাপী কঠোর সামরিক প্রশিক্ষণে সর্বোচ্চ উৎকর্ষের জন্য রিজান মোল্যা ‘নৌপ্রধান পদক’, মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।

কুচকাওয়াজের মাধ্যমে ৪১৭ জন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। এসময় তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার 
মালয়েশিয়ায় ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা 
উত্তরাঞ্চলে ছুটে আসছে পরিযায়ী হিমালয়ান গৃধিনী পাখি
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
সুন্দরবনের অপরাধ দমন ও মানচিত্র আধুনিকায়ন বিষয়ে কর্মশালা
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
১০