বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার ৩য় দফার ফল প্রকাশ

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে তৃতীয় দফায় ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের গত ১৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত নতুন এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপেক্ষমান তালিকা থেকে তৃতীয় দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপী, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ২৭ জুন ২০২৫ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ও এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ডিপ্লোমা’র নম্বর হতে প্রাপ্ত স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে ৩য় দফায় শিক্ষার্থী নির্বাচন করা হলো।

অধ্যক্ষ/পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের শারীরিক পরীক্ষা করবেন।

যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা তিনি যদি শারীরিক পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন, সেক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল হবে।

এছাড়া, ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বা তথ্যাদি অসত্য বলে প্রমাণ হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল হবে।

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে www.dgme.gov.bd  ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd  হতে জানা যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অত্র অধিদপ্তরের ওয়েব সাইট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ/পরিচালকের কার্যালয় থেকে জানা যাবে।

আগামী ৭ অক্টোবর থেকে একযোগে ক্লাস কার্যক্রম আরম্ভ হবে। ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে :

পরীক্ষার্থীর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

এসএসসি/সমমান ও এইচএসসি/ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।

এসএসসি/সমমান ও এইচএসসি/ডিপ্লোমা বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/মূল প্রশংসাপত্র।

স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।

চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের প্রত্যয়নপত্র।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ/গোত্র প্রধান এবং জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ
চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে: তারেক রহমান
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে আটটি ম্যাচ অনুষ্ঠিত
নির্বাচনী দায়িত্ব পালনে চট্টগ্রাম নগর পুলিশের প্রশিক্ষণ শুরু 
১০