যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:১০

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ‘সামগ্রিকভাবে চমৎকার স্বাস্থ্যে’র অধিকারী। এ বছর দ্বিতীয়বারের মতো ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার পর তার চিকিৎসক শুক্রবার এমনটাই জানিয়েছেন। 

শুক্রবার সকালে ওয়াশিংটনের উপকণ্ঠে অবস্থিত ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসকরা ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসে ফেরার সময় সাংবাদিকরা চেকআপ কেমন হয়েছে জানতে চাইলে ট্রাম্প ভালো হয়েছে বলে ইতিবাচক ইঙ্গিত করেন।

ট্রাম্পের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক চিঠিতে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা চমৎকার।’

বারবাবেলা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং ট্রাম্প একটি হালনাগাদ কোভিড বুস্টার ডোজ ও বার্ষিক ফ্লু টিকা নিয়েছেন।

হোয়াইট হাউস ট্রাম্পের হাতে দাগ এবং পা ফুলে যাওয়ার গুজবের পর তার শিরার সমস্যা ধরা পড়ার ঘোষণা দেওয়ার তিন মাস পর এই পরীক্ষা-নিরীক্ষা করা হল।

হোয়াইট হাউস এ সপ্তাহের শুরুতে জানিয়েছে, শুক্রবার তিনি একটি অর্ধ ‘বার্ষিক’ চেকআপ করাতে যাচ্ছেন। 

যদিও এ বছর এপ্রিল মাসেই ট্রাম্প একটি বার্ষিক চেকআপ করিয়েছেন।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি এক ধরনের অর্ধ-বার্ষিক শারীরিক পরীক্ষা করাতে যাচ্ছি।’

তিনি বলেন, তিনি খুব ভালো অবস্থায় আছেন। তিনি সাংবাদিকদের জানান, শারীরিকভাবে তিনি খুব ভালো বোধ করছেন এবং মানসিকভাবেও খুব ভালো আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০