জকিগঞ্জে বিএনপির উদ্যোগে ইমাম ও মোয়াজ্জিনদের মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০
সিলেটের জকিগঞ্জে বিএনপির উদ্যোগে ‘ইমাম-মোয়াজ্জিনদের উন্নয়ন, ভবিষ্যৎ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সিলেট, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের জকিগঞ্জ উপজেলার ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে বিএনপির উদ্যোগে ‘ইমাম-মোয়াজ্জিনদের উন্নয়ন, ভবিষ্যৎ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

কালিগঞ্জ বাজারের ফারহানা এন্ড আয়শা কমপ্লেক্সে শনিবার আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন কসকনকপুর, বারঠাকুরী, মানিকপুর, কাজলসার ও বারোহাল ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জিনরা।

মতবিনিময় সভায় বক্তারা মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কার, নৈতিকতা ও শিক্ষা বিস্তারে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা, তাদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভার আয়োজক ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেন, আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে ইমাম ও মোয়াজ্জিনদের উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইমামদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দলীয় অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় ইমাম-মোয়াজ্জিনদের প্রতি শ্রদ্ধাশীল।

মতবিনিময় সভায় গত ১৭ বছরে অবহেলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হওয়া কয়েকজন  নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ধর্মীয় দায়িত্ব পালনের পথে যে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, সেসব বিষয়ে খোলামেলা বক্তৃতা করেন এবং ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ তাদের নৈতিক শক্তি ও নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং মসজিদকেন্দ্রিক সামাজিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
ইতালিতে উচ্ছেদের সময় বিস্ফোরণে তিন পুলিশ নিহত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
নড়াইলে শিশু অধিকার সপ্তাহের সমাপনী
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বান্দরবানে
বরিশালে বিশ্ব মান দিবস পালন
খুবির সাথে যৌথ গবেষণায় আগ্রহী জাপানের এনএআইএসটি 
১০