সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুনামগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুনামগঞ্জ জেলা বিএনপি মতবিনিময় সভা করেছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট নুরুল ইসলাম নুরুল, এডভোকেট মাসুক আলম, রেজাউল হক, আ. ত. ম. মিসবাহ, নজরুল ইসলাম ও মুনাজ্জির হোসেন সুজন।

শনিবার সভার শুরুতে বিভিন্ন মন্দিরের দায়িত্বরত নেতারা বক্তব্য দেন। রামকৃষ্ণ মিশন মন্দিরের পক্ষে বক্তব্য দেন চন্দন রায়, জগন্নাথ বাড়ি মন্দিরের পক্ষে মতিলাল চন্দ এবং দুর্গাবাড়ি মন্দিরের পক্ষে মিন্টু চৌধুরী ও সুবিমল চক্রবর্তী চন্দন। 

আরও বক্তব্য দেন পূজা ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন মিস্ত্রি, পূজা ফ্রন্ট সুনামগঞ্জ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট প্রসেনজিৎ, সদস্য সচিব সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার, সদস্য সচিব সুজিত বণিক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০