সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুনামগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুনামগঞ্জ জেলা বিএনপি মতবিনিময় সভা করেছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট নুরুল ইসলাম নুরুল, এডভোকেট মাসুক আলম, রেজাউল হক, আ. ত. ম. মিসবাহ, নজরুল ইসলাম ও মুনাজ্জির হোসেন সুজন।

শনিবার সভার শুরুতে বিভিন্ন মন্দিরের দায়িত্বরত নেতারা বক্তব্য দেন। রামকৃষ্ণ মিশন মন্দিরের পক্ষে বক্তব্য দেন চন্দন রায়, জগন্নাথ বাড়ি মন্দিরের পক্ষে মতিলাল চন্দ এবং দুর্গাবাড়ি মন্দিরের পক্ষে মিন্টু চৌধুরী ও সুবিমল চক্রবর্তী চন্দন। 

আরও বক্তব্য দেন পূজা ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন মিস্ত্রি, পূজা ফ্রন্ট সুনামগঞ্জ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট প্রসেনজিৎ, সদস্য সচিব সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার, সদস্য সচিব সুজিত বণিক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা
দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক গাজা ঘোষণাপত্রে সই করেছে
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নারায়ণগঞ্জে প্রায় সাড়ে ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ২ পাচারকারী আটক
ইতালিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সাক্ষাৎ
মুন্সীগঞ্জে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল ও ইলিশ জব্দ
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি : সারজিস আলম
বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে সভা
১০