রাবি’র প্রশাসনিক কর্মকর্তাদের লাঞ্ছনার প্রতিবাদ ইউট্যাবের

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ ছাত্রদের নামে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে প্রোভিসি মাঈনুদ্দীন, প্রক্টর মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনটি মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি। 

শনিবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এসব কথা জানান।

তারা বলেন, প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি ও প্রায় দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, সাধারণ ছাত্রদের ব্যানারে শিবিরের গুপ্ত কর্মীরা প্রোভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে। এতে প্রশাসনিক কর্তব্য পালনে ব্যাহত ঘটে। 

শিক্ষক নেতাদের অভিযোগ, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাগত পরিবেশের জন্য গভীর হুমকি। শিক্ষক, প্রশাসক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও আইনের সীমার মধ্যে থেকে মতামত প্রকাশ বা আন্দোলন করা স্বীকৃত। কিন্তুহিংসা, অবরুদ্ধকরণ বা সম্পত্তি ধ্বংসের দিকে যাওয়া কখনোই কাম্য নয়।

অবিলম্বে ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও সক্রিয় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয় ইউট্যাবের পক্ষ থেকে। 

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। এছাড়াও শান্তি ও আইনের শাসন বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহবান জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনটি। 

শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার স্বীকৃত, তবে তা শান্তিপূর্ণ ও আইনি পথে হওয়া উচিত বলে মনে করে ইউট্যাব নেতারা। বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক নিরাপত্তা ও প্রয়োজনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে শিক্ষক ও কর্মকর্তা তাদের কাজ নির্বিঘ্নে করতে পারেন।

ইউট্যাব নেতারা বলেন, আমাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান  সহিংসতা ও অশান্তি এখনই বন্ধ হোক। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও মানসিক বিকাশ ঘটে। কোন ব্যক্তি বা সংগঠন অবৈধভাবে ভয় বা হুমকি দিয়ে সেখানে কাজ করাতে পারবে না। 

বিএনপির মিডিয়া সেলে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
ইতালিতে উচ্ছেদের সময় বিস্ফোরণে তিন পুলিশ নিহত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
নড়াইলে শিশু অধিকার সপ্তাহের সমাপনী
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বান্দরবানে
বরিশালে বিশ্ব মান দিবস পালন
খুবির সাথে যৌথ গবেষণায় আগ্রহী জাপানের এনএআইএসটি 
১০