রংপুরে দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রেঞ্জ ডিআইজির 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
শনিবার রংপুরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আযান ও নামাজের সময় উচ্চস্বরে বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ ও পূজা বিসর্জন সম্পন্নে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম।

গতকাল শনিবার রাতে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আমিনুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি রেজিস্টার ব্যবস্থাকরণ, স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পাহারার ব্যবস্থা, মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেট/চার্জার লাইটের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও পূজা মণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে ফ্যাক্ট চেক করে গুজব প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার মো. আবু সাইম সভাপতির বক্তব্যে বলেন, দুর্গোৎসবে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া, যানজট নিরসনে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। এক্ষেত্রে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা।

এসময় বক্তারা দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে তৎপর থাকার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. সামসুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০