রাবিপ্রবি ও নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

রাঙ্গামাটি, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চীনের জিয়াংসু প্রদেশের নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক (MOU)  স্বাক্ষরিত হয়েছে। 

এ সমঝোতা স্মারকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের পক্ষে নানজিং ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লাইফ সায়েন্সের ডীন প্রফেসর ড. ফুয়ুয়ান ঝু (Prof. Dr. Fuyuan Zhu)  স্বাক্ষর করেন। 

এ সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে। 

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনায় সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও ডক্টরেট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও দুই বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিফিক কনফারেন্স আয়োজন, গবেষণা প্রকল্প মূল্যায়ন ও পর্যালোচনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। 

এ সমঝোতা স্মারক আগামী ৩ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিক্রমে এর মেয়াদ নবায়ন করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০