বিশ্বসেরা গবেষকের তালিকাভুক্ত বেরোবি’র ৩ শিক্ষক-শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

তালিকাভুক্ত গবেষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপের এই তালিকা প্রকাশ করা হয়েছে। 

আজ রোববার এক অভিনন্দন বার্তায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, এই অর্জন প্রমাণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চমানের গবেষণা কার্যক্রমে অবদান রেখে চলেছেন এবং বিশ্বসেরা গবেষণার ক্ষেত্রে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তাদের এই অসামান্য সাফল্য আমাদের শিক্ষা ও গবেষণার অঙ্গণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণায় অনুপ্রাণিত করবে।

উপাচার্য আরও বলেন, বর্তমান প্রশাসন গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে উপাচার্য আশা প্রকাশ করেন, বিশ্বসেরা গবেষকের স্বীকৃতি পাওয়া তিন শিক্ষক-শিক্ষার্থী আগামী দিনে গবেষণার জগতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষক তাদের সাফল্যকে প্রেরণা হিসেবে গ্রহণ করবে বলেও বিশ্বাস করেন উপাচার্য। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যবসাবান্ধব পরিবেশ ও বিদেশি বিনিয়োগ ছাড়া আর্থিক খাতের অগ্রগতি সম্ভব নয় : আহসান এইচ মনসুর
চবির হল সংসদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ২৪ প্রার্থী
দুদকের অভিযান: শিক্ষা, ব্যাংক ও স্বাস্থ্য খাতে অনিয়ম উন্মোচন
অভিষেকের ব্যাটিংয়ে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর শুরু ভারতের
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক নিপীড়নের ঘটনা রাকসু নির্বাচন বন্ধের নামান্তর: শিবির
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত
বেপজা’র নতুন প্রধান মেজর জেনারেল মোয়াজ্জেম
কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় আটকে পড়া ৭ শ্রমিকের লাশ উদ্ধার
১০