সীতাকুণ্ডে দুই ট্রাকের সংষর্ষে চালকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে মো. সেলিম ফকির (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের সহকারী রাকিব (২০)।

আজ রোববার ভোর ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় বিসমিল্লাহ কম্পিউটার স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি রডবোঝাই ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অপর  ট্রাকের পেছনের তিনটি টায়ার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সেলিম ফকির।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা  নিহত চালক সেলিম ফকিরকে উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং ট্রাকের আহত সহকারী রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০