ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯
ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন শেষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন শেষ হয়।

সমাপনী দিনে “ব্যাংক সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ: ব্যাংক গবর্ন্যান্সের প্রভাব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসাইন আহমেদ এনামুল হুদা, ব্যাংক এশিয়ার এমডি সোহাইল আর.কে.হোসেন, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন এবং পূবালী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে আমরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। শিক্ষা ও গবেষণাকে আমরা সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে দু’দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক '।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২৫০ জন গবেষক ১০৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ
ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে দাবি গণসংহতি আন্দোলনের
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 
১০