পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪২ আপডেট: : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিং করেন। ছবি: বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পূজামন্ডপের নিরাপত্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পূজামন্ডপের নিরাপত্তায় বুধবার থেকে আনসার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ভলানটিয়ার নিয়োগ হচ্ছে। এছাড়াও নিরাপত্তায় মাঠে পুলিশের মোবাইল টিম, র‌্যাবের মোবাইল টিম, বিজিবির মোবাইল টিম ও আর্মির মোবাইল টিম থাকবে।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ডিসি অফিসে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘শারদীয় দুর্গাপূজা নিয়ে নারায়ণগঞ্জে কোনো ঝুঁকি নেই। পূজা উদযাপনের লক্ষ্যে সভায় সিদ্ধান্ত ছিল মণ্ডপ তৈরি করার সময় থেকেই পূজা কমিটির পক্ষ থেকে সাতজন করে ভলানটিয়ার রাখবে। তারা সার্বক্ষণিক নজরদারি করবে।

তিনি বলেন, মামলায় নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং এ ব্যাপারে একটি কমিটিও করে দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ শহরে যানজট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা। কিন্তু আমাদের জায়গা আছে সাত থেকে আট পার্সেন্ট, এই জন্য অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়। মুক্তারপুর থেকে একটা ফ্লাইওভার করার চেষ্টা করা হচ্ছে। এটা হলে হয়ত কিছুটা সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ‘এখন একটা রাস্তা বের করতে যদি চান হয়ত অনেকের বাড়িঘর ভাঙ্গা পড়বে। কিন্তু এটা তো আবার কেউ দেবে না। সমস্যাটা বলবে কিন্তু সমাধান নেই। একসময় এটাই কিন্তু মেইন হাব ছিল। ট্রেনগুলো কিন্তু সব এখান থেকে ছাড়ে যেত। ইন্ডাস্ট্রিয়াল হাবটাও কিন্তু এখানেই ছিল। মেইনলি আগে তো পাটের ব্যবসাটা ছিল বেশি। কিন্তু তারপরেও পুরো নারায়ণগঞ্জ জেলাটাই কিন্তু একটা শহরে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা উপজেলা কিন্তু এখন একটা বিজনেস হাউস। এইজন্য নতুন যে বাড়ি-ঘর হবে সেটা যেন প্ল্যান করে করা হয়। এজন্য আমার মনে হয় পর্যাপ্ত রাস্তা রাখতে হবে। রাস্তা না রাখলে তো আপনি চলাচল করতে পারবেন না।’

সড়কে যানজট নিয়ে অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আপনি দেখবেন যে এখন রিকশাগুলো আবার হয়ে গেছে ব্যাটারি চালিত। এগুলো তো অনেক সময় সমস্যা তৈরি করে। গাড়ির সংখ্যাটাও অনেক বেড়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় মূলত ছিল মতবিনিময় করা। এছাড়াও শারদীয় দুর্গাপূজা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, মাদকের প্রকোপ নিয়ন্ত্রণ ও নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০