চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৮ আপডেট: : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় থেকে ছয়জন ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ১টি শূটার গান, ৩০ রাউন্ড অ্যামোনিশন এবং ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলী এলাকার একটি পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটক ছয়জন হলেন- মং চালু (৩৬), মনুচিং মারমা (৪০), লুকু-ম, (৩৬) লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) এবং চাচিংপু মারমা (৩৮)। তাদের বাড়ি বান্দরবান জেলায়।

চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় সাংবাদিকদের জানান, উপজেলার উত্তর-পূর্ব অংশের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পাহাড়ি পথে পার্বত্য জেলা বান্দরবান থেকে সন্ত্রাসীরা নিয়মিত চন্দনাইশে আসে। পাহাড়ে চাষাবাদ, বাগানে কাজ করতে যাওয়া স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর, চাঁদা আদায়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করে। আজ সোমবার আবারও একদল সন্ত্রাসী বান্দরবান থেকে এসে চন্দনাইশে পাহাড়ে অবস্থান নেওয়ার তথ্য পেয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০