রংপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে শফিকুল ইসলামের নামে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র। তিনি বর্তমানে রংপুর নগরীর আশরপুর চকবাজার প্রাইমারি স্কুলের পেছনে তোফাজ্জলের বাড়িতে ভাড়া থাকেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান বলেন, শফিকুল ইসলামের নামে তাজহাট থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।