ভাঙচুর ও বিস্ফোরক মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯
ভাঙচুর ও বিস্ফোরক মামলায় বেরোবির পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

রংপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে শফিকুল ইসলামের নামে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র। তিনি বর্তমানে রংপুর নগরীর আশরপুর চকবাজার প্রাইমারি স্কুলের পেছনে তোফাজ্জলের বাড়িতে ভাড়া থাকেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান বলেন, শফিকুল ইসলামের নামে তাজহাট থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০