ভাঙচুর ও বিস্ফোরক মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯
ভাঙচুর ও বিস্ফোরক মামলায় বেরোবির পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

রংপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে শফিকুল ইসলামের নামে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র। তিনি বর্তমানে রংপুর নগরীর আশরপুর চকবাজার প্রাইমারি স্কুলের পেছনে তোফাজ্জলের বাড়িতে ভাড়া থাকেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান বলেন, শফিকুল ইসলামের নামে তাজহাট থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০