বরিশাল, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার সকল ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী গতকাল এ সভায় প্রধান অতিথি ছিলেন। মেহেন্দিগঞ্জের মাল্টি কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।