দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের পরিদর্শন শেষে ব্রিফিং করেন। ছবি: বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী টঙ্গীতে কেমিক্যাল কারখানায় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

এ সময়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’

তিনি বলেন, গতকাল টঙ্গীতে কেমিক্যাল কারখানায় দুর্ঘটনায় চারজন  ফায়ার সার্ভিস কর্মী  দগ্ধ হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

তিনি বলেন,  উক্ত  হাসপাতালে চিকিৎসা খুবই ভালো। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে পুরান ঢাকায় কেমিক্যাল কারখানায় দুর্ঘটনার কারণে তা সরিয়ে মুন্সীগঞ্জে নেয়া হয়েছে। টঙ্গীর এ ঘটনা দু:খজনক।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন বলেন, দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে আশার সাথে সাথে চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে। আরেকজনের ৪২ শতাংশ, অন্য একজনের ৫ শতাংশ পুড়ে গেছে।’

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিকেল গোডাউনে আগুন লাগলে নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০