বান্দরবানে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮
বান্দরবানে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বান্দরবানে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পূজা চলাকালীন উৎসবস্থল ও উৎসবগামী মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের গৃহিত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। এতে উপস্থিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাপূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। 

সভায় বক্তারা বলেন, এবারের দুর্গাপূজা আরও জাঁকজমকপূর্ণ, শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা পূজা চলাকালীন সকল পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং ভক্তরা যাতে নির্বিঘ্নে পূজায় অংশ নিতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, এ বছর বান্দরবানের ৭টি উপজেলায় মোট ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০