বান্দরবানে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮
বান্দরবানে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বান্দরবানে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পূজা চলাকালীন উৎসবস্থল ও উৎসবগামী মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের গৃহিত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। এতে উপস্থিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাপূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। 

সভায় বক্তারা বলেন, এবারের দুর্গাপূজা আরও জাঁকজমকপূর্ণ, শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা পূজা চলাকালীন সকল পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং ভক্তরা যাতে নির্বিঘ্নে পূজায় অংশ নিতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, এ বছর বান্দরবানের ৭টি উপজেলায় মোট ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০