কক্সবাজারে সমন্বিত উন্নয়নে অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পবকে কক্সবাজারে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পলিসি ডায়লগে অংশগ্রহণ করেন। ছবি: বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়া কক্সবাজারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা ‘এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো’র সক্ষমতা বাড়িয়ে মানবিক ও উন্নয়নমূলক কাজে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সহায়তা করবে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পবকে ‘ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং ফর প্রোমোটিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি’ (ইস্পাত) শীর্ষক উচ্চ পর্যায়ের পলিসি ডায়লগে এই অঙ্গীকার করেন। সংলাপটি সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান হাইকমিশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংলাপে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি এবং বিভিন্ন এনজিওর শীর্ষ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এনজিও বিষয়ক ব্যুরো এবং ইউএনডিপি যৌথভাবে এর আয়োজন করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসন নিশ্চিতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয় সংলাপে।

বক্তারা বলেন, কক্সবাজারের মত জেলায় যেখানে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়রা পাশপাশি বসবাস করছেন, সেখানে সরকার, উন্নয়ন অংশীদার ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এর মাধ্যমে গড়ে ওঠা সহনশীল ব্যবস্থা সবার জন্য সমান সেবা নিশ্চিতে সাহায্য করবে।

এই ‘ইস্পাত’ কর্মসূচির লক্ষ্য হল প্রাতিষ্ঠানিক সংস্কারকে আরও শক্তিশালী করা। যাতে ব্যুরো সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০