প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণে গণশুনানি ৬ অক্টোবর 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫০

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষদের নিয়ে গণশুনানি হবে আগামী ৬ অক্টোবর। চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। 

রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ. কে. এম. শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে এ গণশুনানি হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (তিতাস গ্যাস), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বাখরাবাদ গ্যাস), জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জালালাবাদ গ্যাস) এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কর্ণফুলী গ্যাস)-এর সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের ওপর এ গণশুনানি হবে।

আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গণশুনানি-পূর্ব লিখিত মতামত কমিশনে পাঠাতে পারবেন। এছাড়া, গণশুনানিতে অংশগ্রহণের জন্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কমিশনে নাম তালিকাভুক্তিরও অনুরোধ করা হয়েছে।

তালিকাভুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা গণশুনানিতে অংশ নিয়ে গ্যাস সরবরাহ ও বিতরণে লাইসেন্সধারীদের প্রস্তাবের বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন।

সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবগুলোর অনুলিপি অফিস চলাকালীন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া, কমিশনের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা সম্ভব। আগ্রহী পক্ষগণকে গণশুনানিতে অংশগ্রহণ বা উপযুক্ত প্রতিনিধি পাঠাতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০