।। সুলতান মাহমুদ।।
নড়াইল, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসবের কেনাকাটা। দুর্গাপূজাকে সামনে রেখে শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজার, লোহাগড়া, কালিয়া, মাইজপাড়া, গোবরা, তুলারামপুর, চাঁচুড়ি, লাহুড়িয়া, দিঘলিয়া, নড়াগাতি বাজারসহ বিভিন্ন বাজারে দুর্গাপূজার কেনাকাটা জমে উঠেছে। সকালে ক্রেতা সমাগম কম থাকলেও বিকেল থেকে মাঝরাত পর্যন্ত ক্রেতার ভিড় লেগেই থাকে। মাঝরাত পর্যন্ত কেনাকাটাকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও তৎপর রয়েছেন।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মধ্যরাত পর্যন্ত বিভিন্ন বাজারে ক্রেতারা পূজার কেনাকাটার জন্য ভিড় করছেন। জেলা প্রশাসন এবং পুলিশ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্রমাগত টহল এবং কঠোর নজরদারি রাখছে মার্কেটগুলোর ওপর। পাশাপাশি ক্রেতাদের যাতায়াত নিরাপদ করতেও তারা ভূমিকা রাখছেন।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা ষষ্ঠীর মধ্য দিয়ে আগামি ২৮ সেপ্টেম্বর শুরু হবে। ২ অক্টোবর দশমী পূজা ও সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলার সর্বত্র এখন চলছে উৎসবের আমেজ। ঘরে বাইরে পূজাকে ঘিরে চলছে ব্যস্ততা। বিপণী বিতানগুলোতে পূজার কেনাকাটা জমে উঠেছে।
সরেজমিনে শহরের বিভিন্ন বিপণিবিতানগুলোতে ঘুরে দেখা যায়, নতুন পোশাক, শাড়ি, শাখা-সিঁদুর, ইমিটেশনের গয়না, জুতা-স্যান্ডেল, কসমেটিক্স ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিপণিবিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়।
পাইকারি ও খুচরা বিক্রেতাদের মতে, দুর্গাপূজা উপলক্ষে এবার বিক্রি ভালো হচ্ছে। শুধু জেলা শহর নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও ক্রেতারা তাদের পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে রূপগঞ্জ বাজারে আসছেন।
রূপগঞ্জ বাজারের সাহা ইমিটেশনে কথা হয় সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী চন্দনা রাহার সাথে। চন্দনা বলেন, দুর্গাপূজা উপলক্ষে ইমিটেশনের গয়না কিনতে এসেছি। অপর ক্রেতা অনার্স প্রথম বর্ষের ছাত্রী মিশু বিশ্বাস বলেন,পূজা উপলক্ষে মায়ের জন্য চুড়ি কিনতে এসেছি।
ইমিটেশন দোকানের ম্যানেজার দেবাশীষ মল্লিক জানান, দুর্গাপূজা উপলক্ষে দোকানে বিক্রি বেড়েছে। দোকানে নতুন ডিজাইনের ইমিটেশনের গয়না থাকায় নারী ক্রেতারা তাদের পছন্দসই চেইন-চুড়ি, মঙ্গলসুত্র, আংটিসহ অন্যান্য মালামাল কিনতে পারছেন।
মোল্যা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী তুহিন মোল্যা জানান, পূজা উপলক্ষে দোকানে শাড়ি বিক্রি আগের থেকে বেশি হচ্ছে।
ছিট বিচিত্রার মালিক রাজিব সাহা বলেন, দোকানে নানা রকমের থ্রি পিস,জামা প্যান্টের পিস বিক্রি আশানুরূপ হচ্ছে। নারীরা তাদের পছন্দসই থ্রি পিস কিনতে পারছেন। পূজার শেষ পর্যন্ত বেচাকেনা জমজমাট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বাসসকে বলেন, দুর্গাপূজায় কেনাকাটা করতে ক্রেতা-বিক্রেতারা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দোকানদাররা যাতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন বাজার, শপিং কমপ্লেক্স এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
পূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।