পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪
মঙ্গলবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা যায়, অল্প বয়সী শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন পৌঁছে যাওয়ায় তারা পড়াশোনা থেকে বিমুখ হয়ে পড়ছে। অনলাইন গেম, ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে অনেকেই। 

এতে সময় নষ্ট হচ্ছে, মনোযোগ হারাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ভেঙে পড়ছে। শিক্ষার মান উন্নত ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে বিরত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আইন-শৃঙ্খলা সভার সদস্যদের মতামতের ভিত্তিতে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে মোবাইল ব্যবহার করতে না পারে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে ঘরে বসেও তারা মোবাইলের অপব্যবহার না করে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে নেতিবাচক প্রবণতা তৈরি হচ্ছে, তা ঠেকাতে পাকুন্দিয়ার এ সিদ্ধান্ত কার্যকর হলে অন্য জেলাতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০