সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকা থেকে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুইটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

সোমবার সন্ধ্যায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল গোলচত্বর পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)। 

তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস) উসমান গণি।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কাভার্ড ভ্যান করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০