চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো ২ শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭
চট্টগ্রামে গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো দুই শ্রমিকের মুত্যু। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. হারুন (৩০) ও মো.  ছালে (১৭) নামে আরো দুই শ্রমিকের মুত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন।

আজ মঙ্গলবার সকাল ও গতকাল সোমবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরী।

মৃত হারুন চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে এবং মোহাম্মদ ছালে একই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

গত শনিবার রাতে ও গতকাল ভোরে একই ঘটনায় ওই গুদাম মালিক মাহাবুবুর রহমান (৪৭) এবং শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০) মারা যান।

সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো পাঁচজন। তারা হলেন, মোহাম্মদ আকিব (১৭), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫) ও মো. লিটন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী ইউনিয়নের নির্জন এলাকায় অবৈধভাবে গ্যাস ক্রসফিলিং গুদাম গড়ে তোলেন মালিক মাহাবুবুল আলম। ওই গুদামে গোপনে সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস স্থানান্তর করে বাজারজাত করা হতো।

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে ওই গুদামে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ অপর ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তার মধ্যে এ নিয়ে দগ্ধ ৫ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০