চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো ২ শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭
চট্টগ্রামে গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো দুই শ্রমিকের মুত্যু। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. হারুন (৩০) ও মো.  ছালে (১৭) নামে আরো দুই শ্রমিকের মুত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন।

আজ মঙ্গলবার সকাল ও গতকাল সোমবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরী।

মৃত হারুন চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে এবং মোহাম্মদ ছালে একই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

গত শনিবার রাতে ও গতকাল ভোরে একই ঘটনায় ওই গুদাম মালিক মাহাবুবুর রহমান (৪৭) এবং শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০) মারা যান।

সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো পাঁচজন। তারা হলেন, মোহাম্মদ আকিব (১৭), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫) ও মো. লিটন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী ইউনিয়নের নির্জন এলাকায় অবৈধভাবে গ্যাস ক্রসফিলিং গুদাম গড়ে তোলেন মালিক মাহাবুবুল আলম। ওই গুদামে গোপনে সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস স্থানান্তর করে বাজারজাত করা হতো।

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে ওই গুদামে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ অপর ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তার মধ্যে এ নিয়ে দগ্ধ ৫ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০