দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০
ছবি : বাসস

খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাগড়াছড়ির দীঘিনালায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রশিক নগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন দীঘিনালা থানার এসআই মো. হারুন অর রশিদ। আজ মঙ্গলবার ফজর আলীকে আদালতে সোপর্দ করা হয়।

তথ্য নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল রশিক নগরে ট্রাক্টর কেনা-বেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেন ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রিং টিউবওয়েলের কুয়োয় ফেলে রাখেন। সেদিনই পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে আদালত মামলার প্রধান আসামি ফজর আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।  

ওসি মো. জাকারিয়া বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০