দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০
ছবি : বাসস

খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাগড়াছড়ির দীঘিনালায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রশিক নগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন দীঘিনালা থানার এসআই মো. হারুন অর রশিদ। আজ মঙ্গলবার ফজর আলীকে আদালতে সোপর্দ করা হয়।

তথ্য নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল রশিক নগরে ট্রাক্টর কেনা-বেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেন ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রিং টিউবওয়েলের কুয়োয় ফেলে রাখেন। সেদিনই পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে আদালত মামলার প্রধান আসামি ফজর আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।  

ওসি মো. জাকারিয়া বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০