শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে বিজিবি’র সমন্বয় সভা 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬
দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে বিজিবি’র সমন্বয় সভা । ছবি ; বাসস

রাঙ্গামাটি, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ জেলার কাপ্তাই উপজেলায় সমন্বয় সভা এবং উপজেলার ৬টি পূজামন্ডপের প্রতিনিধিদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

পরে, উপজেলার ৬ টি পূজামন্ডপের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

এ সময়  ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার,  কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি ২৩ আনসার ব্যাটালিয়ন-এর অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. নুরুল আফসার চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু,  চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,  কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, সহ-সমন্বয়ক ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ঝুলন দত্ত,  আহবায়ক জগদীশ চন্দ্র দাশ ও সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে  হবে। দুর্গাপূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি প্রত্যেকটি পূজামন্ডপে টহলে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে 
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭ 
সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ
নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
খেলনা শিল্প জোরদার করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান
এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আসতে পারে : ডিজি স্বাস্থ্য শিক্ষা
পায়রা বন্দরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
১০