শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে বিজিবি’র সমন্বয় সভা 

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬
দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে বিজিবি’র সমন্বয় সভা । ছবি ; বাসস

রাঙ্গামাটি, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ জেলার কাপ্তাই উপজেলায় সমন্বয় সভা এবং উপজেলার ৬টি পূজামন্ডপের প্রতিনিধিদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

পরে, উপজেলার ৬ টি পূজামন্ডপের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

এ সময়  ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার,  কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি ২৩ আনসার ব্যাটালিয়ন-এর অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. নুরুল আফসার চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু,  চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,  কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, সহ-সমন্বয়ক ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ঝুলন দত্ত,  আহবায়ক জগদীশ চন্দ্র দাশ ও সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে  হবে। দুর্গাপূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি প্রত্যেকটি পূজামন্ডপে টহলে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০