বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৬

বগুড়া, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ওসি হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটিই সটকে পড়ে। তবে ঘটনাস্থলে পড়ে থাকা সামনের গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে শনাক্ত করা হয়। ওই সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাসও পাভেল এক্সপ্রেস বাসে ধাক্কা দিলে সেটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় এক হেলপার মারা গেছেন। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
১০